Poly Flower Honey (মিশ্র ফুলের মধু)
মিশ্র ফুলের মধুর বৈশিষ্ট্যঃ কেনার আগে জেনে নিন ভেজাল প্রতিরোধ করুন
১। বিভিন্ন রকম পুষ্পরসের মিশ্রণে এই মধু উৎপাদিত হয় বলে এর রঙ ও স্বাদ সিজনভেদে ভিন্ন ভিন্ন হতে পারে,
২। এই মধুর রঙ হালকা সোনলী থেকে গাঢ় বাদামী হয়ে থাকে,
৩। বর্ষার সিজনের মধু প্রকৃতিতে আদ্রতা থাকে তাই পাতলা হয়ে থাকে ফলে এতে গ্যাস ও ফেনা হয়ে থাকে,
৪। বর্ষা ছাড়া অন্য সিজনের মধু তুলনামূলক ঘন হয়,
৫। মিশ্র ফুলের মধু স্বাদে ঘ্রাণে অতুলনীয়।